আন্তর্জাতিক

ইসরাইলে দুই ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলে দুই ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার (২৭ এপ্রিল) রাতে এ হামলা হয়েছে। খবর- টাইমস অফ ইসরাইল  লেবানন থেকে অন্তত ২৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ইসরাইলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে। মেরন পর্বতের আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে আইডিএফ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দফতরেও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটলিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালিয়েছে।'    

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলে | দুই | ডজনের | বেশি | ক্ষেপণাস্ত্র | হামলা