দেশজুড়ে

জাল ভোট দেয়ার অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ আটক ৮

জাল ভোট দেয়ার অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ আটক ৮
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ভোটকেন্দ্রে অনিয়ম, বিশৃংখলা, প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ ৮ জনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থী মো. নুরনবী ও মো. শাহজাহানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস আটক করেন। এ কেন্দ্র থেকে একই অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীদের এজেন্ট গিয়াস উদ্দিন ও মো. দিদারকেও আটক করা হয়। এ ছাড়া একই কেন্দ্র থেকে রোকেয়া বেগম নামে এক নারীকে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক করা হয়। এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় থেকে অনিয়মের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, সদর উপজেলার সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুরের পাঁচটি ইউনিয়নের নির্বাচন। আজ রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন জাল | ভোট | দেয়ার | অভিযোগে | দুই | মেম্বার | প্রার্থীসহ | আটক | ৮