বিএনপি

অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য পাচ্ছে মালিকের স্বার্থ: রিজভী

অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য পাচ্ছে মালিকের স্বার্থ: রিজভী
দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে। অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেয়া হয়েছে মালিকের স্বার্থ। মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো। ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। বিএনপির এ নেতা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষ্যে আগামীকাল বুধবার বিকেল তিনটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র‍্যালি পল্টন থেকে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন অগণতান্ত্রিক | শ্রম | আইনে | প্রাধান্য | পাচ্ছে | মালিকের | স্বার্থ | রিজভী