আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে আরও দুই কনটেইনার মদের চালান আটক

চট্টগ্রাম বন্দরে আরও দুই কনটেইনার মদের চালান আটক

মিথ্যা ঘোষণা দিয়ে আনা আরও দুই কনটেইনার মদের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম বন্দরের ভেতরে চট্টগ্রাম কাস্টমের এআইআর শাখা ও পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) কনটেইনার দুইটি আটক করেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক ।

তিনি বলেন,  কী পরিমাণ মদ রয়েছে তা ইনভেন্টরি শেষে জানাতে পারবেন।  

২৪ জুলাই এক কনটেইনার মদের চালান জব্দ করার পর সেগুলোর ইনভেন্টরি শেষ করেছে কাস্টমস। এতে ১ হাজার ৪৩০টি কার্টনে বিভিন্ন ব্রান্ডের সাড়ে ১৫ হাজার ২০৪ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এগুলোর আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য দুই কোটি ৪৫ লাখ টাকা। 

এ দিকে এর আগে, ২৩ জুলাই মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া মদের দুটি চালান নারায়ণগঞ্জ থেকে জব্দ করে কাস্টমস। সেগুলোর ইনভেন্টরি শেষ করেছে কাস্টমস। চালান দুটিতে এক হাজার ৩৩০টি কার্টনে বিভিন্ন ব্রান্ডের সাড়ে ৩১ হাজার লিটার বিদেশি মদ পাওয়া যায়। এগুলোর আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য চার কোটি ৪৬ লাখ টাকা।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | বন্দরে | আরও | দুই | কনটেইনার | মদের | চালান | আটক