বাংলাদেশ

মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের সহায়তা দিবে জাতিসংঘ 

মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের সহায়তা দিবে জাতিসংঘ 
মালয়েশিয়ায় চাকরির জন্য এসে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগে থাকা বাংলাদেশিদের সাহায্য করবে জাতিসংঘের তিনটি সংস্থা। শনিবার (৪ মে) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানায়। বাংলাদেশিদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করা তিনটি আন্তর্জাতিক সংস্থা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম। সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তায় প্রস্তুত তারা। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার এবং মৌলিক পরিষেবাসহ তাদের কাজের পরিধি বাড়ানো, টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায়। বিবৃতিতে তারা জানায়, বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বেশি। আর মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশিদের অনেকেই চাকরি পায় না। গেলো এপ্রিলে জাতিসংঘ মালেশিয়ার সরকারকে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আরো বেশি যত্নবান হওয়ার আহবান জানায়। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মালয়েশিয়ায় | প্রতারিত | বাংলাদেশি | শ্রমিকদের | সহায়তা | দিবে | জাতিসংঘ