আর্কাইভ থেকে বাংলাদেশ

কোপা আমেরিকা শিরোপা এবারও ব্রাজিলের ঘরে

কোপা আমেরিকা শিরোপা এবারও ব্রাজিলের ঘরে

কোপা আমেরিকায় ব্রাজিলের নারীদের ধারেকাছেও কেউ নেই। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে দলটি। উঁচিয়ে ধরেছে কোপা আমেরিকার শিরোপাটা।

রোববার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

নিজেদের গ্রুপ ‘বি’ থেকে ৪ ম্যাচে ১৭ গোল করে সেমিফাইনালে ওঠে ব্রাজিল। সুইডিশ কোচ পিয়া সানধাগের এই দল গ্রুপ পর্বে কোনো গোল হজম করেনি। সেমিফাইনালেও প্যারাগুয়ের বিপক্ষে জাল অক্ষত রাখে ব্রাজিল।

৩১ বছর আগে ১৯৯১ সালে ব্রাজিলে বসেছিল মেয়েদের কোপা আমেরিকার প্রথম টুর্নামেন্ট। এ পর্যন্ত নয়টি টুর্নামেন্টের মধ্যে আটটিতেই চ্যাম্পিয়ন ব্রাজিলের মেয়েরা। ব্যতিক্রম শুধু ২০০৬—যেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার মেয়েরা। এবার অবশ্য তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।

এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও কম পরীক্ষা নেয়নি ব্রাজিলের। গোলমুখে ব্রাজিলের চেয়ে বেশি শট ছিল তাদেরই। তবে কাজের কাজটা ব্রাজিলই সেরেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | আমেরিকা | শিরোপা | এবারও | ব্রাজিলের | ঘরে