আন্তর্জাতিক

মাঝ আকাশে উড়োজাহাজের দুই যাত্রীর তুঘলকি কাণ্ড

মাঝ আকাশে উড়োজাহাজের দুই যাত্রীর তুঘলকি কাণ্ড
লোকাল বা ট্রেনে সিটে বসা নিয়ে যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি কিংবা হাতাহাতির ঘটনা প্রায়ই শোনা যায়। তবে মাঝ আকাশে উড়োজাহাজের  সিটে বসা নিয়ে দুই যাত্রীর তুঘলকি কাণ্ড সোস্যাল মিডিয়ার বদৌলতে প্রত্যক্ষ করলো বিশ্ববাসী। মঙ্গলবার(৭ মে) এমনই ঘটনা ঘটেছে ইভা এয়ারওয়েজ করপোরেশন নামে তাইওয়ানের আন্তর্জাতিক এয়ালাইন্সের তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়াগামী একটি ফ্লাইটে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উড়োজাহাজের মধ্যে এ মারপিটের কারণ হচ্ছে এক যাত্রী অন্য যাত্রীর সিট দখল করে নেওয়া। বিমানবন্দরে প্রবেশ করে বোর্ডিংপাস নেওয়ার সময়ই টিকিটের ওপরই সিট নির্ধারণ করে দেওয়া থাকে। অনেক সময় টিকিট রিজার্ভেশনের সময়ও সিটের ব্যাপারে উল্লেখ থাকে। তাই সিট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ইভা এয়ারওয়েজেরর ওই ফ্লাইটে এক যাত্রী তার নির্ধারিত সিটে না বসে অন্য এক যাত্রীর সিটে বসেন। এতে ওই যাত্রী তার সিটে অন্য একজনকে দেখতে পেয়ে উঠতে বলেন এবং তার সিটে যেতে বলেন। তিনি ওই সিট না ছাড়লে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বসা ব্যক্তিকে মারধর করলে তিনিও বসে থাকেননি। তাদের সেই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় তুমুল মারপিট চলছে। ইভা এয়ার ওয়েজের উড়োজাহাজটি   তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়ায় যাচ্ছিলো। উড়োজাহাজটি যখন মাঝ আকাশে তখনই একটি সিট নিয়ে দুই যাত্রী একে অপরকে মারপিট শুরু করে। প্রতিবেদনে আরও বলা হয়,  এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী তখন খুবই কাশছিলেন। তখনই ওই যাত্রী নিজের সিট বদল করে নেন। তার চোখে পড়ে বিমানে একটি সিট খালি রয়েছে। সেখানে বসতে যান ওই যাত্রী। বসেও পড়েন। এরপর সেই সিটের যাত্রী এসে নিজের সিটে অন্য কাউকে বসতে দেখে রেগে যান। ভিডিওতে আরও দেখা যায় ফ্লাইট অ্যাটেনডেন্টরা মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। পরে বেশ কয়েকজন যাত্রী এসে তাদের দূরে নিয়ে যান। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন মাঝ | আকাশে | উড়োজাহাজের | দুই | যাত্রীর | তুঘলকি | কাণ্ড