আর্কাইভ থেকে আফ্রিকা

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সামিয়া

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার দারুসসালামে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর দুইদিন পর নতুন এ দায়িত্ব নিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু।

ফরাসি বার্তা সংস্থা এএফপি, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ১৪ দিনের শোক ঘোষণা করেন সামিয়া সুলুহু।

প্রথম ভাষণে সামিয়া সুলুহু বলেন, আপনাদের সঙ্গে কথা বলার জন্য এটা আমার ভাল দিন নয়। কারণ আমার হৃদয়ে ক্ষত রয়েছে।

সামিয়া আরো বলেন, আজ আমি শপথ নিয়েছি যা অন্যসব থেকে ভিন্ন, যেগুলো আমার ক্যারিয়ারে নিয়েছি। সেগুলো নিয়েছিলাম আনন্দের সঙ্গে। আজ সবোর্চ্চ শোকের শপথ নিলাম।

শপথ অনুষ্ঠানে সামিয়াকে হাততালি দিয়ে অভিনন্দন জানান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন ৬১ বছর বয়সী দেশটির নতুন শাসক। এ সময় সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন সামিয়া সুলুহু।

তানজানিয়ার সংবিধান অনুযায়ী, প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন সামিয়া।

দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবন সামিয়া হাসানের। তৃণমূল পর্যায় থেকে শুরু করে ন্যাশনাল অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছেন তিনি। ২০১৫ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সামিয়া। ২০২০ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন মাগুফুলি ও সামিয়া।

গেল বুধবার তানজানিয়ার সরকারি টেলিভিশনে প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করেন সামিয়া হাসান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট মাগুফুলি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন তানজানিয়ার | প্রথম | নারী | প্রেসিডেন্ট | সামিয়া