ক্রিকেট

আয়ারল্যান্ডের কাছে হার, বাবর দায় দিলেন বোলিং-ফিল্ডিংকে

আয়ারল্যান্ডের কাছে হার, বাবর দায় দিলেন বোলিং-ফিল্ডিংকে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে এমন এক জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আইরিশ বাহিনী। অন্যদিকে পাকিস্তান দলের হারে অধিনায়ক বাবর আজম দায়ী করেছেন বোলিং ও ফিল্ডিংকে। ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচটি জিতে নেয় আয়ারল্যান্ড। ওপেনার অ্যান্ড্রু বালবির্নির ৭৭ রানের ইনিংস দারুণ সাহায্য করেছে স্বাগতিকদের জয়ের ক্ষেত্রে। ম্যাচ শেষে পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানে বাবর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা প্রথম ৬ ওভারে ভালো শুরু করিনি। পিচে কিছুটা দু’রকম পেস ছিল, কিছু বাউন্স ছিল। আমরা সেখান থেকে ফিরে এসেছি এবং ১৮২ রান সংগ্রহ করি। কিন্তু আমার মনে হচ্ছিল ১৯০ স্কোর ঠিক ছিল।“ এরপর বাবর যোগ করেন, “আমার মনে হয় আমরা বোলিং ও ফিল্ডিংয়ের জন্য হেরেছি। আমরা আমাদের পরিকল্পনা মানতে পারিনি। ফিল্ডিংয়ে কিছু গাফিলতি হয়েছে, যার মূল্য দিতে হয়েছে।“ শুরুতে দুই উইকেট হারানোর পরও পাকিস্তান বেশ ভালো সংগ্রহ তোলে। তবে আইরিশ ব্যাটার বালবির্নি ও হ্যারি টেক্টরের জুটি আয়ারল্যান্ডের দিকে ম্যাচ ঘুরিয়ে দেয়। শাহীন আফ্রিদির কল্যাণে বালবির্নি ফিরলেও, আরেক ব্যাটার জর্জ ডকরেল নিশ্চিতভাবেই ম্যাচটি শেষ করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আয়ারল্যান্ডের | কাছে | হার | বাবর | দায় | দিলেন | বোলিংফিল্ডিংকে