দেশজুড়ে

'যে কোনো সংখ্যক ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হয়'

'যে কোনো সংখ্যক ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হয়'
দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান না থাকায় যে কোনো সংখ্যক ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হয়। বললেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার (১১ মে) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার একটি কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে  প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি রাশেদা। ইসি রাশেদা বলেন,  নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না। রাশেদা সুলতানা বলেন,  কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।  প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছেন তারা। তিনি বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশন চারধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে। এসময়ে অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি। প্রসঙ্গত, সভায় খুলনা জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কোনো | সংখ্যক | ভোটারের | ভোটদানেই | নির্বাচন | বৈধ | হয়