ফুটবল

কাসেমিরো কি অফ সাইডের নিয়ম জানেন না!

কাসেমিরো কি অফ সাইডের নিয়ম জানেন না!
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ওনানা ক্লিয়ার করতে বল পাঠান মাঝ মাঠে। তখন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো দাঁড়িয়ে নিজেদের বক্সে। ওনানার পাঠানো বল চলে যায় আর্সেনালের ফুটবলারের কাছে। সেখান থেকে আর্সেনাল রাইট ব্যাক বেন হোয়াইট পাস দেন কাই কাই হাভার্টজকে। কিন্তু কাসেমিরো তখনো তার নিকটতম সতীর্থদের থেকে প্রায় ১০ গজ দূরে দাঁড়িয়ে। অথচ তিনি প্রায় ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন, যা যথেষ্ট ছিলো হাভার্টজকে অফ সাইডে রাখতে। ফলাফল অনসাইডে থাকা হাভার্টজ বল নিয়ে বক্সে ঢুকে দারুণ এক পাস দেন দেন লিয়ান্দ্রো ত্রোসারকে। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ত্রোসার। এই একমাত্র গোলেই রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজয় বরণ করতে হয় এখনো লিগ টাইটেলে আশায় থাকা আর্সেনালের কাছে। চলতি মৌসুমে এটি রেড রেভিলদের ১৪ তম পরাজয়। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচেও নিজের নামের সুবিচার করতে পারেননি রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই ব্রাজিলিয়ান। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার একের পর এক দৃষ্টু কটু ভুলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারতে হয়েছে ৪-০ গোলে। এদিকে আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলেও জায়গা হয়নি ৩২ বছর বয়সী কাসেমিরোর।

এ সম্পর্কিত আরও পড়ুন কাসেমিরো | অফ | সাইডের | নিয়ম | জানেন