জাতীয়

আইএলও’র সুপারিশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে : আইনমন্ত্রী

আইএলও’র সুপারিশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে : আইনমন্ত্রী
শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু বিষয় এসেছিল যে ব্যাপারে নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। আমি বলেছি, নীতিনির্ধারক পর্যায়ে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত। বললেন, আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন,আইএলওর কমিটি অব এক্সপার্ট বাংলাদেশের আইনটা দেখেছেন ও পড়েছেন। সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো ত্রিপক্ষীয় কমিটি সিদ্ধান্ত নেবেন। ‌আইএলও’র বক্তব্য নোট করা হয়েছে, তাদের বক্তব্য কমিটির বৈঠকের সময়  তুলে ধরা হবে। মন্ত্রী বলেন, আইএলওকে যে সহযোগিতা করার দরকার,সেটি করা হচ্ছে। সেজন্যই মূলত তাঁদের সাথে তিনদিন ধরে শ্রম আইনের খসড়া নিয়ে আলোচনা চলছে। এখানে মূলত কিছু কিছু ইস্যু আছে,যেগুলো আমেন্ডমেন্টে থাকার কথা বলা হয়েছে। আনিসুল হক বলেন,আইএলও’র সুপারিশ আলোচনার মাধ্যমে  দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই সিদ্ধান্ত সরকার নেবে। কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য,সেগুলো গ্রহণ করা হয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আইএলওর | সুপারিশ | গ্রহণের | বিষয়ে | সিদ্ধান্ত | হবে | | আইনমন্ত্রী