বাংলাদেশ

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বললেন ডোনাল্ড লু

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বললেন ডোনাল্ড লু
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের ওপর ২০২১ সালের ১০ই ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই নিষেধাজ্ঞা উঠবে কিনা- তা নিয়ে মন্তব্য করেছে ঢাকায় সফররত  যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডোনাল্ড লু বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করতে চায়। একইসাথে র‍্যাব, শ্রমিক অধিকার ও মানবাধিকার বিষয়ে অগ্রগতি দেখতে চায় তারা। বুধবার (১৫ মে) দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু  পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন। ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে। তবে জিএসপি ফিরে পেতে শ্রমনীতি সংশোধন করতে হবে বলে জানিয়েছেন তিনি। এই আলোচনার মধ্যে ভিসানীতি নিয়ে কোন ধরনের আলোচনা হয়নি বলেও জানান তিনি। এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন র‍্যাবের | ওপর | নিষেধাজ্ঞা | নিয়ে | কথা | ডোনাল্ড | লু