ক্রিকেট

সাকিব খেলতে পারেন ৩ নম্বরে, জানালেন শান্ত

সাকিব খেলতে পারেন ৩ নম্বরে, জানালেন শান্ত
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বদল করা নতুন কোনো ঘটনা নয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আরো বেশি দেখা যায় এমন ঘটনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোতেও এমন কিছুর দেখা মিলবে বলে জানা যায়। অন্তত দলীয় কোচ ও অধিনায়ক তেমনটি মনে করছেন। জানা যায়, ব্যাটিংয়ে সাকিব আল হাসান ৫ ও ৬ থেকে ৩ নম্বরে এসে খেলতে পারেন। পূর্বের টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের এই চিত্র চোখে পড়েছে। যেখানে ব্যাটিং অর্ডারে নানা পরিবর্তন করা হয়ে থাকে। টি-টোয়েন্টিতে অবশ্য আরো বেশি চর্চা আছে। যেখানে অন্যান্য দলগুলোও অর্ডার পরিবর্তন করে থাকে। সাকিবের দিকে তাকালে দেখা যায় ভিন্ন কিছু। সাধারণত যে ৫ ও ৬ নম্বরে ব্যাট করেন এই ক্রিকেটার, সেখানে তার সাফল্য কম। বরং তিন নম্বরে ব্যাট করে টি-টোয়েন্টি সংস্করণে ৭ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে তার মোট অর্ধশতকের সংখ্যা ১২ টি। গত ১২ মাস থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনে ব্যাট করছেন। সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনি অবশ্য ওপেনারের ভূমিকায় ছিলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, তার দলের কোনো ব্যাটারদের পজিশন নির্ধারিত থাকবে না। অর্থাৎ প্রয়োজনে তা বদলে যেতে পারে। সাকিব তিনে ব্যাট করবেন কি না, এই প্রসঙ্গে ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে অধিনায়ক নাজমুল হোসেন বলেন, "এটা কন্ডিশনের উপর নির্ভর করে, প্রতিপক্ষের শক্তির উপর নির্ভর করে- তবে এটা হতে পারে।" টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-ডি তে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি প্রতিপক্ষগুলো হচ্ছে; শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে অনুষ্ঠিত হবে।   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | খেলতে | পারেন | ৩ | নম্বরে | জানালেন | শান্ত