বাংলাদেশ

গাজায় অস্থায়ী বন্দরে প্রথমবারের মতো পৌঁছালো ত্রাণবাহী জাহাজ 

গাজায় অস্থায়ী বন্দরে প্রথমবারের মতো পৌঁছালো ত্রাণবাহী জাহাজ 
গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপিত অস্থায়ী সমদ্রবদরে  প্রথমবারের মতো ত্রাণসামগ্রীবাহী জাহাজ পৌঁছেছে। ৫০০ টন ত্রাণসহ গেলো বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর জাহাজটি গাজার অস্থায়ী বন্দরে নোঙ্গর করেছে। জাহাজটি থেকে ইতোমধ্যে ত্রাণ সামগ্রী খালাস করা হয়েছে। শুক্রবার ত্রাণবাহী ১৫০টি ট্রাক সমুদ্রতীর থেকে গাজার মূল ভূখণ্ডের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক শীর্ষ কমান্ড সেন্টকম শুক্রবার  এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার গাজার অস্থায়ী বন্দরে ৫০০ টন ত্রাণবাহী একটি জাহাজ পৌঁছেছে। তারপর পণ্য খালাস শেষে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে গাজার মূল ভূখণ্ডের উদ্দেশে রওনা হয়েছে ১৫০টি ট্রাক।’ ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজায় নেই কোনো স্থায়ী সমুদ্রবন্দর।  উপত্যকাটির উত্তর ও পশ্চিমে ইসরায়েল সীমান্ত, দক্ষিণে মিসর সীমান্ত এবং পূর্বদিকে ভূমধ্যসাগর অবস্থিত।      

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | অস্থায়ী | বন্দরে | প্রথমবারের | মতো | পৌঁছালো | ত্রাণবাহী | জাহাজ