বাংলাদেশ

বাংলাদেশের সাথে জয় 'আকস্মিক' নয়, বলছেন আলী খান

বাংলাদেশের সাথে জয় 'আকস্মিক' নয়, বলছেন আলী খান
বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি সিরিজ জয় কোনো ‘ফ্লুক’ নয়। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্র ফাস্ট বোলার আলী খান। তিনি মনে করেন কোনো অপ্রত্যাশিত ফল হয়নি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন ঘটনার জন্ম দিতে চায় যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। যে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের এমন হার এদেশের মানুষকে বেশ হতাশ করেছে। সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গিয়ে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি দল। যে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তাতেও সন্তুষ্টি দেখা যায়নি বাংলাদেশি অলরাউন্ডারের কণ্ঠে। এদিকে বৃহস্পতিবারের ম্যাচে যুক্তরাষ্ট্র বোলার আলী একাই নিয়েছেন ৩ উইকেট। তিনি জানিয়েছেন, “আমরা বেশ ক্ষুধার্ত এবং এমন চেষ্টাই করছি যে, সামনে যে আসবে তাকেই খেয়ে ফেলবো। এটাই সময়, আমরা কিছু বদল আনতে পারি এবং সামঞ্জস্য করতে পারি। দল বেশ ভারসাম্যপূর্ণ এবং সব ছেলেরাই বেশ ক্ষুধার্ত। আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র কিছু ‘আপসেট’ ঘটাবে (বিশ্বকাপে)।“ দ্বিতীয় ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে ম্যাচ সেরা হয়েছেন আলী। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৮ রান পর্যন্ত সংগ্রহ করতে পারে বাংলাদেশ।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সাথে | জয় | আকস্মিক | বলছেন | আলী | খান