ক্রিকেট

টেক্সাসে মসজিদের জন্য তহবিল সংগ্রহে সাকিবরা

টেক্সাসে মসজিদের জন্য তহবিল সংগ্রহে সাকিবরা
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ শুরু হবে আগামী ৮ জুন থেকে। নাজমুল হোসেন শান্ত’র দল এখন ব্যস্ত অনুশীলন নিয়ে। এর এক ফাঁকে যুক্তরাষ্ট্রের একটি মসজিদে তহবিল সংগ্রহের জন্য সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ’রা উপস্থিত হয়েছিলেন। এতে আয়োজক কমিটি নিজেদের সন্তুষ্টি জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বাংলাদেশি ও মুসলিম সম্প্রদায়ের বড় একটি অংশ আছে। ডালাসের টেক্সাসের এমন একটি ধর্মীয় জায়গা অ্যালেন মসজিদ। যার তহবিল সংগ্রহের প্রয়োজনে সাকিব, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে দাওয়াত করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। জানা যায়, আয়োজনটিতে টিকিট মূল্য ছিল ২০ ডলার। প্রায় শতাধিক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংগ্রহ করা অর্থ দিয়ে মসজিদ নির্মানের কাজে ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন টেক্সাসে | মসজিদের | জন্য | তহবিল | সংগ্রহে | সাকিবরা