দেশজুড়ে

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাসব্যাপি মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাসব্যাপি মশক নিধন অভিযান শুরু
মশার উপদ্রব থেকে বাঁচতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কিশোরগঞ্জ পৌরসভায় মাস ব্যাপি মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৪ জুন) সকালে পৌর শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্তর এলাকায় এর উদ্বোধন করেন মেয়র মাহমুদ পারভেজ। মেয়র বলেন, পৌর শরের ৯টি ওয়ার্ডে ৬টি ফগার মেশিনের মাধ্যমে মাসব্যাপি মশক নিধন কার্যক্রম চলবে। বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পায় এ জন্য পৌরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষায় মশক নিধনে ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও সকলকে সচেতন থেকে বাসাবাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি অনুরোধ জানান।  

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুর | প্রাদুর্ভাব | রোধে | মাসব্যাপি | মশক | নিধন | অভিযান | শুরু