দেশজুড়ে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ রোপন করলেন শিক্ষার্থীরা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ রোপন করলেন শিক্ষার্থীরা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় গাছ রোপন করলেন এক দল শিক্ষার্থী। বুধবার (৫ জুন) দুপুরে শহরের ইসলাম মিয়া বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছ রোপন করেন। এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক এবং গাইবান্ধা পৌরসভার যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপন পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর সভার মেয়র মো. মতলুবর রহমান।  ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ বছরের প্রতিপাদ্যকে কেন্দ্র করে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা করা হয়। গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে  বক্তব্য দেন, গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. এহসানুল কবির। স্বেচ্ছাসেবক, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকসহ শতাধিক মানুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ রোপনের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রানীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। বেঁচে থাকতে হলে গাছের প্রয়োজন খুবই গুরুত্ব রয়েছে। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়। দিবসটির বিশেষ কর্মসূচি হিসেবে এদিন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া এসকেএস ফাউন্ডেশন-এর সহায়তায় বাংলাদেশ ইয়ূর্থ ফাউন্ডেশন গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এতে সংগঠনটির প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এই সময় গণসচেতনতায় তারা নানা স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন ও নিজেরা পরিচ্ছন্নতা অভিযানে নামেন। যৌথ কর্মসূচির পাশাপাশা এসকেএস ফাউন্ডেশন তার প্রকল্প কর্মসূচির মাধ্যমে প্রকল্প এলাকায় র‌্যালি, আলোচনাসভা ও গাছের চারা বিতরণ, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্ব | পরিবেশ | দিবস | উপলক্ষে | গাছ | রোপন | শিক্ষার্থীরা