দেশজুড়ে

বিশ্ব পরিবেশ দিবসে সবুজের আহ্বানে শিক্ষার্থীরা

বিশ্ব পরিবেশ দিবসে সবুজের আহ্বানে শিক্ষার্থীরা
সবুজের আহ্বানে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে শিক্ষার্থীরা। দিবসটির গুরুত্ব শিক্ষার্থীদের বুঝাতে ‘সবুজে সাজাই পৃথিবী’ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা জেলার দোহার উপজেলার ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’। সকালে স্কুল ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষকরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। এ কর্মসূচীর সময় সকল শিক্ষার্থীদের সবুজ মাঠে সমবেত করে শিক্ষকরা বলেন, “গাছ কাটার জেরে ক্রমেই বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন। সবুজ ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে বড়বড় ইমারত। আর তাতেই বাড়ছে তাপমাত্রার পারদ। যে কারেন পৃথিবীকে বাসযোগ্য করতে বেশি বেশি সবুজ দিয়ে সাজাতে হবে। গাছের সংখ্যা বৃদ্ধিই এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ।” বৃক্ষরোপন শেষে ‘সবুজে সাজাই পৃথিবী’ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপে বিজয়ী সেরা ১২ জনকে পুরুস্কৃত করা হয় পেট্রো’র সৌজন্যে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল মুনঈম বলেন, আমরা চাই “সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী। সবুজই হোক আমাদের প্রেরণা। আমাদের লক্ষ্য হোক সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী।” যে কারনে এই দিনটিকে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল গুরুত্ব দিয়ে প্রতিবছরই ‘গ্রীন ডে’ হিসেবে উদযাপন করে থাকে। শিক্ষার্থীদের পোশাকেও আমরা সবুজের আবহ ধরে রাখতে চেষ্টা করি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্ব | পরিবেশ | দিবসে | সবুজের | আহ্বানে | শিক্ষার্থীরা