আন্তর্জাতিক

শনিবার হচ্ছে না নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান

শনিবার হচ্ছে না নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান
তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। তবে এ শপথ অনুষ্ঠান পিছিয়ে গেলো। শনিবারের পরিবর্তে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই শপথ। বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ এশিয়ার বেশকিছু নেতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি ব্যক্ত করেছে। পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী  শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ কুমার যুগনাথ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। গেলো মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ২৯৩ টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৫৪৩ আসনের মধ্যে ২৭২ টি আসন। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন শনিবার | হচ্ছে | নরেন্দ্র | মোদির | শপথ | অনুষ্ঠান