দেশজুড়ে

ঢামেক পরিচালককে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক পরিচালককে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
আমি ঢাকা মেডিকেল কলেজ পরিচালককে (ঢামেক) স্পষ্ট বলে দিয়েছি, সাংবাদিকদের সঙ্গে যেন কোনোরকম বৈষম্য বা বিবাদ না হয়। সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। বললেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন মন্ত্রী। ঢামেক পরিচালকের দেয়া নোটিশ সম্পর্কে ডা. সামন্ত লাল সেন বলেন,  আজকে সকালে তিনি পরিচালককে ফোন করে জানতে চান- কেন এরকম একটি ঘটনা হচ্ছে? তাঁর কাছে কিছু রং ইনফরমেশন আজ আসছে। এসময় পরিচালক মন্ত্রীকে বলেন, তিনি  মন্ত্রীর সঙ্গে  দেখা করবেন। ঢামেক পরিচালক কিছুক্ষণ আগে তাঁর কাছে এসেছিলেন বলে জানান ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এত বড় বড় ম্যাসিভ ঘটনা বাংলাদেশ ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো তিনি  ট্যাকেল করেছিলেন। এসময়ে চিকিৎসার পাশাপাশি সাংবাদিকদের তথ্য দেয়ার চাপ থাকে। সামন্ত লাল সেন বলেন, ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা তিনি  ঢামেক পরিচালককে বলেছেন। এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ না করা হয়। এটা  সকালে তিনি পরিচালকে ডেকে বলে দিয়েছেন। প্রসঙ্গত, বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢামেক | পরিচালককে | সতর্ক | স্বাস্থ্যমন্ত্রী