জাতীয়

বেসরকারি শিক্ষকদের দ্রুত অবসর ভাতা প্রদানে সরকার আন্তরিক : শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের দ্রুত অবসর ভাতা প্রদানে সরকার আন্তরিক : শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে দেরির সমস্যা সমাধানে সরকার আন্তরিক। এ খাতে পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। বললেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৯ জুন)  দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৩-২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মো. সিদ্দিকুর রহমান পটোয়ারীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,  শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে অবসর-উত্তরকালে শিক্ষকরা প্রাপ্য অর্থ যেন দ্রুত পেতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় আরও বেশ কয়েকজন সংসদ সদস্য অংশ নেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বেসরকারি | শিক্ষকদের | দ্রুত | অবসর | ভাতা | প্রদানে | সরকার | আন্তরিক | | শিক্ষামন্ত্রী