ক্রিকেট

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলবেন লামিচানে

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলবেন লামিচানে
অবশেষে সন্দীপ লামিচানের নাম যুক্ত করা হয়েছে নেপাল স্কোয়াডে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলতে যাচ্ছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে তাকে। এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। অনেক নাটকীয়তা হলো লামিচানেকে নিয়ে। অবশেষে নিশ্চিত হয়েছে তিনি বিশ্বকাপের দলে যোগ দিচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল থেকে এক বিবৃতির মাধ্যেম খবরটি জানানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে লামিচানে নিজেই একটি পোস্ট করেছেন। যেখানে কৃতজ্ঞতা ভরে স্মরণ করেছেন সংশ্লিষ্ট সবাইকে, যারা তাকে সহযোগিতা করেছেন ভিসা পেতে এবং দলের সাথে যোগ দিতে।
ধর্ষণ মামলায় অভিযুক্ত লামিচানেকে কিছুদিন আগে খালাস করে আদালত। তখনো নেপালের বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ ছিল। এই লেগ স্পিনারকে দলে টানতে সব ধরনের চেষ্টা জারি রেখেছিল নেপালের ক্রিকেট সংস্থা। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি শেষ পর্যন্ত। নেপাল গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। অন্তত সেই দুই ম্যাচ খেলতে দেখা যাবে লামিচানেকে। নেপাল স্কোয়াডে একটি নাম ফাঁকা রেখেছিল দলটি। সেখানেই এই লেগ স্পিনারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তারা। নেদারল্যান্ডসের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে নেপাল। আগামী ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ফ্লোরিডায় দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ জুন দক্ষিণ আফ্রিকা এবং ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে দলটি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ও | দক্ষিণ | আফ্রিকার | বিপক্ষে | ম্যাচ | খেলবেন | লামিচানে