আর্কাইভ থেকে বাংলাদেশ

গণধর্ষণের অভিযোগ: দুই বিএসএফ আটক

গণধর্ষণের অভিযোগ: দুই বিএসএফ আটক

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়নের এক এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।     

পুলিশ সূত্রে জানা যায়, গেলো বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বাগদা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ওই নারীর অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার অভিযোগেই গ্রেপ্তার হয়েছে দুই বিএসএফ সদস্যকে।

বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, এক নারী অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করেছেন দুই বিএসএফ সদস্য। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। তাদের একজন এএসআই ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।

এসপি তরুণ বলেন, তাদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন গণধর্ষণের | অভিযোগ | দুই | বিএসএফ | আটক