দারুণ এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে তাদের। ম্যাচের আগেই বলছিলেন উইন্ডিজ অধিনায়ক; নিউজিল্যান্ডকে হারানোর এটাই সময়। আর এই হারে বেশ চাপেই পড়েছে কিউইরা। দলটির পক্ষে পরের রাউন্ডে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা বাঁচিয়ে দিয়েছেন শার্ফেন রাদারফোর্ড। প্রয়োজনের মুহূর্তে তার ব্যাটিংয়ের প্রশংসা আপনাকে করতেই হবে। দলের রান যখন ৭৬, পতন ঘটেছে ৭ উইকেটের। সেই সময় থেকে ম্যাচটি টেনে নিয়ে গেলেন। এক পর্যায়ে তা ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে শেষ হয়।
আর রাদারফোর্ডের ঝুলিতে তখন ৩৯ বলে ৬৮ রানের ইনিংস। যেখানে ৬ টি ছক্কা ২ টি চারের মার ছিল। এই রান পেরোতে পারেনি নিউজিল্যান্ড। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩ রানের পরাজয় স্বীকার করে নিতে হয়েছে কিউইদের।
রাদারফোর্ড ম্যাচ শেষে জানান, 'আমার দলকে সাহায্য করতে পারা, এটা ভালো একটা অনুভূতি।'
'একটা বিশ্বকাপ ম্যাচ খেলা আমাদের স্বপ্নের মধ্যে থাকে। এর জন্যই আমাদের বেঁচে থাকা, কঠোর ভাবে কাজ করা, আমি দলের প্রতি অবদান রাখতে পেরে অনেক খুশি।'
নিউজিল্যান্ড দলের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা ছিল। যা পেরোতে ব্যর্থ হয় তারা। আলজারি জোসেফের ৪ উইকেট, গুদাকেশ মোতির ৩ উইকেট আর বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৬ রানে শেষ হয়েছে কেন উইলিয়ামসনদের ইনিংস।
এম/এইচ