ক্রিকেট

৬৪৬ রানের ম্যাচে ৪ রানের জয় পেলো ভারত

৬৪৬ রানের ম্যাচে ৪ রানের জয় পেলো ভারত
ভারতীয় মেয়েরা ৩ উইকেট হারিয়ে ৩২৫ রান করলো। আর দক্ষিণ আফ্রিকার মেয়েরা তা তাড়া করতে গিয়ে হারলো ৪ রানে। ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের সংগ্রহ তুললো। শেষ ওভারে ১১ রানের প্রয়োজন মেটানো যায়নি। বড় সংগ্রহের ম্যাচ উপহার দিলো ভারত ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো ভারত। দক্ষিণ আফ্রিকা ও ভারতের নারী দলের মধ্যে দলীয় সংগ্রহের দিক দিয়ে সর্বোচ্চ রান দেখলো ক্রিকেট বিশ্ব। সংখ্যায় যা ৬৪৬ রান। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুইটি শতক আসে ভারতীয়দের ব্যাটে। পরপর দুই ম্যাচে শতক হাঁকিয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। অন্যদিকে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাটেও এসেছে শতক। মান্ধানা ফিরেছেন ১২০ বলে ১৩৬ রান করে। হারমানপ্রীত অপরাজিত ছিলেন ৮৮ বলে ১০৩ রান করে। পুরো ৫০ ওভার খেলে ৩২৫ রানের সংগ্রহ তোলে স্বাগতিকরা। বড় লক্ষ্যমাত্রার জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া অধিনায়ক ও ওপেনার লরা ওলভার্ডের অপরাজিত ১৩৫ বলে ১৩৫ রানের ইনিংসে ম্যাচটি হাত করেই ফেলেছিল দলটি। সেঞ্চুরি করেন মারিজান কাপও। তার ব্যাটে আসে ৯৪ বলে ১১৪ রানের ইনিংস। বাকিরাও চেষ্টা করেন অবদান রাখতে। শেষ ওভারে দরকার ছিল ১১ টি রান। দ্বিতীয় বলে আসে বাউন্ডারি। পরের ৪ বলে যখন ৬ রান দরকার, তখন ২ উইকেট হারিয়ে বসে সফরকারী দল। তাতে আর বিপদ কাটানো যায়নি। ভারতের হয়ে শেষ ওভার করেন পূজা ভস্ত্রকার। ওডিআই সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ৬৪৬ | রানের | ম্যাচে | ৪ | রানের | জয় | পেলো | ভারত