আর্কাইভ থেকে ইউরোপ

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

এতে জার্মানি এবং বাকি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে দেশে কোনও গ্যাস প্রবাহিত হবে না।  খবর-আল জাজিরা।

গ্যাজপ্রম জানায়, তারা তিনদিনের জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস পাঠানো বন্ধ করে দেবে। লাইনে রক্ষণাবেক্ষণ চালানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা।

একটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) দল কিইভ থেকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে রওনা দিয়েছে।

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় ইউরোপে মন্দা দেখা দেওয়া এবং অঞ্চলটির ধনী কিছু দেশে গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউরোপে | গ্যাস | সরবরাহ | বন্ধ | করে | দিয়েছে | রাশিয়া