ক্রিকেট

ফাইনালের আগে প্রোটিয়াদের জন্য ডি ভিলিয়ার্সের বার্তা

ফাইনালের আগে প্রোটিয়াদের জন্য ডি ভিলিয়ার্সের বার্তা
এবি ডি ভিলিয়ার্স নাম শুনলেই, দক্ষিণ আফ্রিকার এক চিত্র ভেসে উঠতো। এখন হয়ে গেছেন সাবেক ক্রিকেটার। আনন্দের সময় কাটছে তার বটে, দল খেলবে বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এমন মুহূর্ত আর আগে আসেনি। প্রথমবারের মতো তারা কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে। এইডেন মার্করামের নেতৃত্বে আজ ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ৫, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। কত সাবেক আছেন, যারা অপেক্ষা করছেন, আর মন্তব্য করছেন দল নিয়ে। ফাইনাল সামনে রেখে ডি ভিলিয়ার্স বলেন, 'সত্য মুহূর্ত এসে গেছে। দক্ষিণ আফ্রিকা ৩৩ বছর ধরে অপেক্ষা করছে প্রোটিয়াদের কোনো আইসিসি বিশ্বকাপ ফাইনালে দেখতে। অনেকগুলো হৃদয়-ভাঙার পর, আমরা সবাই তাদের সম্পর্কে জানি।' এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ভারতের ক্ষেত্রেও তাই। ডি ভিলিয়ার্স এই প্রসঙ্গ নিয়েও আলাপ তুলেছেন। তিনি বলেন, 'কেউ কেউ বলবে এখন পর্যন্ত তারা নিজেদের সেরা ক্রিকেট দিতে পারেনি এই টুর্নামেন্টে। কিন্তু তারা ৮ ম্যাচের ৮ টি’তেই জয়ী হয়েছে, এটা তো খারাপ না।' আজ, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ফাইনালের | আগে | প্রোটিয়াদের | জন্য | ডি | ভিলিয়ার্সের | বার্তা