ফুটবল

৩১ আর ২০ বছরের ইতিহাস ভাঙলো ইতালি-সুইজারল্যান্ড 

৩১ আর ২০ বছরের ইতিহাস ভাঙলো ইতালি-সুইজারল্যান্ড 
১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে জিততে পারেনি সুইজারল্যান্ড। আর ২০০৪ ইউরোর পর কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ইতালি। তবে শনিবার রাতে সেই ৩১ আর ২০ বছরের ইতিহাস শুরু হলো নতুন করে।  জার্মানির বার্লিনে শেষ ষোলোর ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ২৪ মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল  সুইসরা।  তবে ব্রিল এমবোলোর ওয়ান-অন-ওয়ানে শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। ৩৭ মিনিটে আর জাল সুরক্ষিত রাখতে পারেননি ইতালি অধিনায়ক।  নটিংহাম মিডফিল্ডার রেমো ফ্রেলারের নেয়া জোরালো শট দোন্নারুম্মার পায়ে লাগলেও চলে যায় জালে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পায় সুইজারল্যান্ড।  বক্সের বাইরে থেকে রুবেন ভারগাসের নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি ইতালির গোলরক্ষক। দুই গোল হজমের পর ইতালি আক্রমণের গতি বাড়ালেও লাভ হয়নি।  হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের। দিনের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেয়েছে জার্মানি। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলশূন্য থাকে দুই দল।  দ্বিতীয়ার্ধে জোয়াকিম অ্যান্ডারসেনের হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার পায় জার্মানি।  ৫৩ মিনিটে স্পট কিকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ। ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস থেকে বল জালে পাঠান জামাল মুসিয়ালা।  চলতি ইউরোয় জার্মান তারকার এটি তৃতীয় গোল।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩১ | আর | ২০ | বছরের | ইতিহাস | ভাঙলো | ইতালিসুইজারল্যান্ড