আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করলো হামাস

জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করলো হামাস
গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম দফায় ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলি জিম্মিদের মধ্যে সৈন্য ও পুরুষদের ছেড়ে দেয়ার প্রস্তাবনার বিষয়ে আলোচনা করতে ১৬ দিন পর রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। শনিবার (৬ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে হামাসের একজন সিনিয়র নেতা। তবে বিষয়টি গোপনীয় হওয়ায় হামাসের ওই সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশে রাজি হননি। হামাসের দাবি ইসরাইলের সঙ্গে জিম্মিদের নিয়ে আলোচনার আগে তেল আবিব স্থায়ী যুদ্ধ বন্ধে একটি স্বাক্ষর করবে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দলের একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরাইল যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে। নাম না প্রকাশের শর্তে ইসরাইলি মধ্যস্থতাকারী একজন বলেন, প্রকৃতিপক্ষে এটি ইসরায়েলের জন্য একটি সুযোগ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র। গেলো বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন জিম্মিদের | মুক্তির | বিষয়ে | যুক্তরাষ্ট্রের | প্রস্তাব | গ্রহণ | করলো | হামাস