দেশজুড়ে

বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আনিসুল হক

বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আনিসুল হক
দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিসিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৬ জুলাই) সকালে শিবচরে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। চিফ জুডিসিয়াল একাডেমি করার প্রস্তাব পাস হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। যার নাম হবে ‘বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়’। মাদারীপুর জেলার শিবচরেই বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি। তিনি আরও বলেন, এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। আমরা মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থানে ৩টি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হলো- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী এবং শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায়। এগুলোর মধ্যে যে স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে, আমরা সেই স্থান বেছে নেবো। কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেবো, কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই হবে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মন্ত্রীর একান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | প্রথম | আইন | বিশ্ববিদ্যালয় | হবে | শিবচরে | আনিসুল | হক