ফুটবল

ইয়ামালকে খেলাতে জরিমানা দিতে রাজি স্পেন কোচ

ইয়ামালকে খেলাতে জরিমানা দিতে রাজি স্পেন কোচ
স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামালের বয়স মাত্র ১৬ চলছে। এরমধ্যেই ভক্ত-সমর্থকদের হৃদয় জয় করেছেন এই কিশোর। এবারের ইউরো আসরে দলের হয়ে উজ্জ্বল এই ক্ষুদে খেলোয়াড়। এখন পর্যন্ত স্পেনের পক্ষে গোল করার সুযোগ হয়নি। তবে অ্যাসিস্ট করেছেন ৩ টি। দলে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন । এক ইউরো আসরে স্পেনের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টকারীর তালিকায় নাম লিখিয়েছেন তিনি। এবারের ইউরোর আয়োজক দেশ জার্মানি। এই দেশে খেলতে এসে আইনের মারপ্যাঁচে পড়ে গেছেন ইয়ামাল। মূলত বয়স কম হওয়ায় এখনো শিশু বিবেচনা করা হয়ে থাকে এই স্প্যানিশকে। জার্মানির আইন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮ টার পর নাবালকদের কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে সেই সময়সীমা রাত ১১ টা পর্যন্ত। গ্রুপ পর্বের ৩ ম্যাচে পুরো নব্বই মিনিট মাঠে খেলানো হয়নি ইয়ামালকে। যে ম্যাচগুলো জার্মান সময় রাত ৯ টায় শুরু হয়, সেই ম্যাচগুলো শেষ হতে রাত ১১ টা পেরিয়ে যায়। যদিও রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন ইয়ামাল। সেই ম্যাচে আইন নিয়ে চিন্তা করেননি স্পেন কোচ দে লা ফুয়েন্তে। এরপর জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি স্থানীয় সময় ৬ টায় শুরু হয়। ওই ম্যাচে ইয়ামালকে খেলাতে কোনো সমস্যা হয়নি। যদি তারা ফাইনাল নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে স্পেনের সামনে আছে আর দুইটি ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি জার্মান সময় ৯টায় শুরু হবে। এই ম্যাচে প্রয়োজন হলে জরিমানা দিয়েও ইয়ামালকে মাঠে রাখতে চাচ্ছেন স্পেনীশ কোচ। ভাবতে যাবেন না কোনো আইনের কথা। গণমাধ্যমে কোচ লা ফুয়েন্তে জানিয়েছেন তিনি কোন আইনের কথা ভাবতে যাবেন না।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ইয়ামালকে | খেলাতে | জরিমানা | রাজি | স্পেন | কোচ