লাইফস্টাইল

যে ৩ জিনিস অফিস ব্যাগে না থাকলেই নয়!

যে ৩ জিনিস অফিস ব্যাগে না থাকলেই নয়!
কর্মজীবনে প্রবেশ করার পর স্কুলের ব্যাগের বদলে কাঁধে তুলে নিতে হয় অফিসের ব্যাগ। কারও ব্যাগে তো আবার গোটা সংসার থাকে। তবে এতো কিছুর মধ্যে অনেক সময় প্রয়োজনীয় জিনিস নিতেই মনে থাকে না। তাই অফিস ব্যাগ গোছানোর আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে না ভরলে, পরে মুশকিল হতে পারে। চার্জার অফিসে ল্যাপটপে কাজ করলেও কারণে-অকারণে ফোন ঘাঁটতেই হয়। চার্জ বিনা ফোন হলো পানি ছাড়া মাছের মতো। তাই চার্জ না থাকলে ফোন অচল। আবার ফোন ছাড়া এক পা চলা দায়। তাই সারা দিনের জন্য যখন বেরোচ্ছেন, ব্যাগে চার্জারটি নিতে ভুলবেন না। জীবাণুনাশক স্প্রে দিনের বেশির ভাগ সময় কাটে অফিসে। অফিসের শৌচালয় ব্যবহার করা ছাড়া উপায় নেই। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুনাশক স্প্রে করা ব্যবহার করতে পারেন। শৌচালয় ব্যবহার করার আগে এই স্প্রে ছড়িয়ে নিলে ভাল। নারী এবং পুরুষ উভয়েরই এই নিয়ম মানা উচিত। অফিসের ব্যাগে জীবাণুনাশক স্প্রে রাখতে ভুলবেন না। হালকা খাবার টিফিন আনলেও ব্যাগে হালকা কিছু খাবার রাখা জরুরি। কাজের ফাঁকে মাঝেমাঝে মুখ চালাতে কাজে লাগবে। ড্রাই ফ্রুটস, চিনি ছাড়া বিস্কুট সঙ্গে রাখতে পারেন। তা হলে হঠাৎ খিদে পেলে এই খাবারগুলি খেতে পারেন। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | জিনিস | অফিস | ব্যাগে | থাকলেই