ক্রিকেট

অ্যান্ডারসনকে যে কারণে 'সম্মান' জানাতে পারেনি উইন্ডিজরা

অ্যান্ডারসনকে যে কারণে 'সম্মান' জানাতে পারেনি উইন্ডিজরা
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন জেমস অ্যান্ডারসন। এক রাজকীয় ক্যারিয়ার তার। লাল বলের ক্রিকেটে একজন ফাস্ট বোলার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাধারণত প্রতিপক্ষ খেলোয়াড়েরা বিদায়ী ক্রিকেটারকে গার্ড অব অনার দিয়ে থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামা অ্যান্ডারসনকে নিয়েও একই পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘটেনি। অ্যান্ডারসন যখন শেষ ব্যাটার হিসেবে মাঠে নামেন, তখন উইন্ডিজের খেলোয়াড়রা অন্য দিকে। উইকেট পাওয়ার আনন্দে তারা উদযাপনে ব্যস্ত ছিলেন। ইংলিশ স্পিনার শোয়াইব বশির যখন রানআউট হয়ে ফিরে যান, তখন প্রতিপক্ষদের আনন্দ ছিল বাঁধাহীন। মিকাইল লুইসের সরাসরি থ্রো ছিল সেটি। অ্যান্ডারসনকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানাতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়েরা। রানআউটের উদযাপনে কেউ আর খেয়াল করেননি, অ্যান্ডারসন মাঠে নেমে পড়েছেন এরমধ্যে। একটি বলও খেলার সুযোগ হয়নি অ্যান্ডারসনের। শেষ ব্যাটার হিসেবে জেমি স্মিথ নিজের উইকেট হারান। আর অ্যান্ডারসন তখন ছিলেন নন স্ট্রাইক প্রান্তে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যান্ডারসনকে | কারণে | সম্মান | জানাতে | পারেনি | উইন্ডিজরা