দেশজুড়ে

এডিসি কামরুলকে বরখাস্তের সুপারিশ সিএমপির

এডিসি কামরুলকে বরখাস্তের সুপারিশ সিএমপির
দুর্নীতির দায়ে অভিযুক্ত চট্রগ্রাম মেট্রোপলিটনের  (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করেছে সিএমপি। এই সুপারিশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। বৃহস্পবিার (১১ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান। এ পুলিশ কর্মকর্তা জানান,  চট্টগ্রাম আদালতের হাজতখানায় (মেট্রো) কর্মরত থাকাকালীন আসামিদের দুপুরের খাবারের বিল বাবদ ১৩ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের এই সুপারিশ করা হয়। এডিসি কামরুল হাসান বর্তমানে সিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) বিভাগে সংযুক্ত। এর আগে তিনি আদালতের মেট্রো হাজতখানায় এডিসি (প্রসিকিউশন) এবং এডিসি (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গেলো ৮ জুলাই জ্ঞাত আয়ের বাইরে ১১ কোটি চার লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা  এ আদেশ দেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন এডিসি | কামরুলকে | বরখাস্তের | সুপারিশ | সিএমপির