আর্কাইভ থেকে ক্রিকেট

নিকোলসকে বোল্ড করে দ্বিতীয় আঘাত মেহেদীর

নিকোলসকে বোল্ড করে দ্বিতীয় আঘাত মেহেদীর

তিন ম্যাচের ওয়াডে সিরিজ নিজেদের করে নিতে দ্বিতীয় ওয়ানডেতে জয় চায় নিউজিল্যান্ড। অপরদিকে সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের হাতে। এমন সমীকরণে টাইগারদের দেয়া ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে মুস্তাফিজের শিকার হয়েছেন মার্টিন গাপটিল। ৫ম ওভারের শেষ বলে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ২৪ বলে ২০ রান করা গাপটিলকে ফেরান ফিজ। নিকোলস-কনওয়েকে নিয়ে বেশিদূর এগুতে পারেননি। দলীয় ৪৩ রানে মেহেদী হাসানে প্রথম শিকার হিসেবে বোল্ড হয়ে ফেরেন হেনরি নিকোলস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। ডেভন কনওয়ে ১০ রানে ও উইল ইয়ং ০ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোন রান না করেই ফিরে যান ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্যকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ৮৫ রানের সময় মিচেল স্যান্টনারকে ক্রিজ থেকে বের হয়ে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩২ রান।

সৌম্য ফিরলেও মুশফিকুর রহিমকে সাথে নিয়ে আরও ৪৮ রান যোগ করেন তামিম। তুলে নেন ওয়ানডেতে নিজের ৫০ তম ফিফটি। দারুণ ব্যাটিং করা তামিম সেঞ্চুরির আশা জাগিয়েও জেমস নিশামের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন টাইগার এই অধিনায়ক। আউট হওয়ার আগে ১০৮ বলে ১১ চারে ৭৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। তখন দলীয় স্কোর ১৩৩ রান। ৪র্থ উইকেটে মুশফিক নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মোহাম্মদ মিথুন। এ জুটিতে মুশফিক ও মিথুন দুজনে যোগ করেন ৫১ রান।

৫৯ বলে ৩ চারে ৩৪ রান করে আউট হন মুশফিকুর রহিম আউট হলেও মোহাম্মদ মিথুন তুলে নেন ওয়ানডেতে ষষ্ঠ ফিফটি। মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে দলকে আড়াইশো পার করেন মিথুন। শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুন ৫৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের অপরাজিত থেকে বাংলাদেশ সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানে টেনে নিয়ে যান। 

নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ২, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন নেন ১টি করে উইকেট নেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন নিকোলসকে | বোল্ড | করে | দ্বিতীয় | আঘাত | মেহেদীর