ফুটবল

ইন্সটাগ্রাম পোস্টে মেসির আবেগঘন বার্তা

ইন্সটাগ্রাম পোস্টে মেসির আবেগঘন বার্তা
লিওনেল মেসি চোট পেয়ে মাঠের বাইরে বসে আছেন, এই দৃশ্য দেখতে চাইবে না ভক্তরা। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পুরো সময় মাঠে থাকা হয়নি মেসির। ম্যাচের ৬৬ মিনিটে চোখে অশ্রু নিয়ে মাঠের বাইরে গিয়ে বসেন এই আর্জেন্টাইন তারকা। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে শিরোপা থাকে আর্জেন্টিনার ঘরেই। এবার প্রশ্ন আসছে চোট থেকে মেসি কবে ফিরবেন! তিনি ফিরবেন দ্রুতই। সামাজিক যোগাযোগমাধ্যমে (ইন্সটাগ্রামে) দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন নিজেই। পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। আনহেল দি মারিয়ার কথা উল্লেখ করেছেন সে লেখায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে নিয়েছেন দি মারিয়া। আগেই উল্লেখ করেছিলেন এবারের কোপা হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। দি মারিয়ার মতো ক্যারিয়ারের শেষের দিকে এসেছেন মেসি নিজেও। আরেকজন আছেন এই নিয়মিত দলে নিকোলাস ওতামেন্দি। মেসি ও ওতামেন্দি দুজনেই বেশ রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন আসন্ন অবসর নিয়ে। শারীরিক অবস্থা নিয়ে মেসি লিখেছেন, ‘আমি এখন ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করি দ্রুতই মাঠে ফিরতে পারবো। আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করবো।‘ ২০২১ সালের পর ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল দলটি। পরিবার, বন্ধু, ভক্ত- নানা জায়গা থেকে অভিনন্দন পেয়েছেন। ইন্সটাগ্রামে দেওয়া সেই পোস্টে অভিনন্দনদাতাদের ধন্যবাদ জানিয়েছেন মেসি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ইন্সটাগ্রাম | পোস্টে | মেসির | আবেগঘন | বার্তা