জাতীয়

মার্কিন দূতাবাস ও ভারতীয় ভিসা সেন্টার আজ বন্ধ

মার্কিন দূতাবাস ও ভারতীয় ভিসা সেন্টার আজ বন্ধ
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ভারতীয় ভিসা সেন্টার আজ বৃহস্প‌তিবার (১৮ জুলাই ) বন্ধ থাকবে। এই দুই দেশের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়ছে, গত কয়েকদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠেছে। এখন পর্যন্ত সারাদেশে কয়েকজন নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ। বিক্ষোভের কারণে ঢাকায় যান চলাচলে সমস্যা হতে পারে এবং এতে ঘরে বাহিরে আসা কঠিন হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহনশীল আচরণ করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এবং বৃহৎ জমায়েত হয় এমন জায়গা এড়িয়ে যাওয়া ভালো। এতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার মার্কিন দূতাবাস সাধারণের জন্য বন্ধ থাকবে। দূতাবাসকর্মীদের কূটনৈতিক এলাকার মধ্যেই অবস্থান করতে অনুরোধ করতে বলা হচ্ছে। অপর দিকে, চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তির কার‌ণে আজ বৃহস্প‌তিবার সবগুলো ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। বুধবার রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়। বার্তায় বলা হ‌য়েছে, অস্থিতিশীল অবস্থার কারণে বৃহস্পতিবার সমস্ত আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | দূতাবাস | ও | ভারতীয় | ভিসা | সেন্টার | আজ | বন্ধ