জাতীয়

বাড্ডায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

বাড্ডায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‌্যাবের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। ঢাকার বাড্ডায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ( ১৮ জুলাই )  সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এদিকে এই ঘটনায় ওই এলাকায় বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অবস্থান নেন।  তবে আন্দোলনকারীরা বাইরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার রাত পৌনে ৮টায় ফেসবুক পোস্টে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দেন। জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বাড্ডায় | শিক্ষার্থীদের | সঙ্গে | পুলিশের | পাল্টাপাল্টি | ধাওয়া