জাতীয়

নাশকতাকারী যেই হোক ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতাকারী যেই হোক ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নাশকতাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। যতক্ষণ পর্যন্ত নাশকতাকারীরা চিহ্নিত হবে না, ততক্ষণ  আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছিলো যে, বাঙালি এই কাজ (ধ্বংসযজ্ঞ) কীভাবে করতে পারে! পরবর্তীতে মনে হয়েছে যে, এই বাঙালিইতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করেছে। এই বাঙালিরাই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। এই ঘটনাটাই সরকারকে সবকিছু মনে করিয়ে দিয়েছে। দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী নাশকতাকারীদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। বাঙালি বীরের জাতি। একাত্তরে অস্ত্র ছাড়াই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাঙালি দেশ স্বাধীন করেছে। তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী চিন্তাভাবনাসম্পন্ন একজন মানুষ। রংপুরে যে নাশকতা হয়েছে, এর পেছনে কারা জড়িত এবং কারা অর্থের জোগানদাতা সে বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন। প্রসঙ্গত, এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর নগরীর তাজহাট থানা, জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। এসময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ প্রধান ও স্থানীয় সংসদ সদস্যসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নাশকতাকারী | যেই | হোক | ছাড় | দেয়া | হবে | | স্বরাষ্ট্রমন্ত্রী