আর্কাইভ থেকে বাংলাদেশ

রেলপথকে লাভজনক প্রতিষ্ঠানে করতে কাজ করছে সরকার : রেলপথ মন্ত্রী

রেলপথকে লাভজনক প্রতিষ্ঠানে করতে কাজ করছে সরকার : রেলপথ মন্ত্রী

রেলের সম্পদকে ব্যবহার করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তিরত করতে কাজ করছে সরকার। রেলের জায়গায় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, বড় মার্কেট তৈরী করে রেলের আর্নিং পয়েন্ট করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলের সম্পদকে যথাযথ ব্যবহার করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করতে কাজ করছে সরকার। বললেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি।

আজ শনিবার  (১৭ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনের চলমান বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি। রেল সেবা মূলক প্রতিষ্ঠান।  বিগত সরকারের সময় রেলের নাজুক অবস্থা ছিল। পঞ্চগড়ে থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচল করতো না। এখন একাধিক ট্রেন সার্বিস চালু করা হয়েছে।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন রেলপথকে | লাভজনক | প্রতিষ্ঠানে | করতে | কাজ | করছে | সরকার | | রেলপথ | মন্ত্রী