ফুটবল

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে ইরাক

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে ইরাক
প্যারিস অলিম্পিকে এরমধ্যে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। সুযোগ এখনো আছে সেই ধাক্কা সামলিয়ে ওঠার। অলিম্পিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয় পায় মরক্কো। সেই ম্যাচ নিয়ে ছিল অবশ্য নানা নাটকীয়তা। এখন আলবিসেলেস্তদের সামনে জয় ছাড়া কোন উপায় নেই। জয় ছাড়া কোনো উপায় নেই, এমন এক ম্যাচে ইরাকের বিরুদ্ধে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা। আজ (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আর্জেন্টিনা উদ্বোধনী ম্যাচ হারলেও, ইরাক নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয় ইউক্রেনের বিপক্ষে। এর আগে ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সবশেষ সোনা জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ-জয় ও কোপা আমেরিকা জয়ের পর আকাশী-নীলদের সামনে এবার অলিম্পিকে সোনা জেতার সুযোগ। তবে সবমিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টিনা দল। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে নানা ঘটনার জন্ম হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্দিদের। আজ ইরাকের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তদের। তাই টিকে থাকার লড়াইয়ে ইরাককে হারানোই হবে আর্জেন্টাইনদের প্রধান কর্ম। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন টিকে | থাকার | লড়াইয়ে | আর্জেন্টিনার | সামনে | ইরাক