ফুটবল

ড্রোন ওড়ানোর শাস্তি; জিতেও পয়েন্টবিহীন কানাডা

ড্রোন ওড়ানোর শাস্তি; জিতেও পয়েন্টবিহীন কানাডা
প্রতিপক্ষ দলের কৌশল জানতে তাদের অনুশীলনে ড্রোন ওড়ানোর দায়ে চরম মাশুল দিতে হলো কানাডা নারী দলকে। শাস্তি হিসেবে দলের পয়েন্ট কর্তন করা হয়েছে। পাশাপাশি দলীয় কোচ বেভ প্রিস্টমানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। প্যারিস অলিম্পিকে গত সোমবার (১৫ জুলাই) ড্রোন ওড়ানোর ঘটনা ঘটে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অনুশীলনে। এর দুই দিন পর অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামত কানাডা। কানাডার দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ড্রোন ওড়ানোর। এমন ঘটনায় দলের ৬ পয়েন্ট কর্তন করা হয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেও কোনো পয়েন্ট পাওয়া হয়নি কানাডার। এদিকে রবিবার (২৮ জুলাই) রাতের ম্যাচেও ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দেয় টোকিও অলিম্পিকের সোনাজয়ী এই দল। তবে এই ৩ পয়েন্টও অর্জন করা হয়নি তাদের। দুই ম্যাচ খেলে এবং জিতে- কোনো পয়েন্ট পাওয়া হলো না কানাডার। কানাডা দল অবশ্য তাদের শাস্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দলের একাধিক খেলোয়াড় জানিয়েছেন, তারা কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করেননি। তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। কানাডা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এখনো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। সেক্ষেত্রে কলম্বিয়াকে হারিয়ে সম্ভাবনা দৃঢ় রাখার চেষ্টাই করবে দলটি। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ড্রোন | ওড়ানোর | শাস্তি | জিতেও | পয়েন্টবিহীন | কানাডা