সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশি প্রবাসীদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে। বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতীন।
বুধবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মানজুর আল মতীন বলেন, আমি কোনোসময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। আইনের ভাষায় একটা কথা আছে, সেটা হলো বিলো কনটেম্পট। এমন কিছু কথা আছে যেসব কথার প্রতিবাদ মানে হলো সে কথাকে গুরুত্ব দেয়া।
তিনি আরও বলেন, আরেকটি বিষয়ে আমরা পিটিশন করতে চাই। সেটা হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান। তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেটা জেনেও তারা মাঠে নেমেছেন, কারাবরণ করেছেন। তাদের সাহসিকতাকে সম্মান জানাই এবং তাদের বিষয়ে সরকারের যে নীরবতা, সে বিষয়ে নিন্দা জানাই। সরকার তাদের মুক্তির জন্য যেন আশু পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা পিটিশন করব।
এর আগে জানানো হয়, আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।
বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির দিন ধার্য ছিল।
শুনানি কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় জমান। পরে জানানো হয় বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।
কেএস/