আর্কাইভ থেকে বাংলাদেশ

শিরোপা নিয়ে দেশের মাটিতে বাংলার বাঘিনীরা

শিরোপা নিয়ে দেশের মাটিতে বাংলার বাঘিনীরা

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন সাফজয়ী সাবিনারা। রাজসিক সংবর্ধনা দিতে প্রস্তুত ছাদ খোলা বাস।

বুধবার (২১ সেপ্টেম্বর)  দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। 

জানা গেছে, বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাবিনারা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন।

এরপরই ছাদ খোলা বাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে তেজগাঁও, ফকিরেরপুল হয়ে বাফুফে ভবনে যাবেন স্বপ্ন সারথিরা।

বাসটি বিকেলের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে আসবে। বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেও আরেকটি সাংবাদিক সম্মেলন হবে।

উম্মে রুম্মান

এ সম্পর্কিত আরও পড়ুন শিরোপা | নিয়ে | দেশের | মাটিতে | বাংলার | বাঘিনীরা