ফুটবল

কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনার পাঁচজন

কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনার পাঁচজন
কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহ পার হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করা হলো। যেই একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসিসহ ৫ জন খেলোয়াড় আছেন এই একাদশে। এছাড়াও কলম্বিয়া থেকে ২ জন, উরুগুয়ে-ইকুয়েডর-কানাডা থেকে ১ জন করে খেলোয়াড় সেরা একাদশে আছেন। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) থেকে ঘোষিত সেরা একাদশে মেসির সুযোগ পাওয়া কিছুটা চমক বলা যায়। তিনি ৫ ম্যাচ খেলে কেবল একটি গোল ও অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টাইন অধিনায়ক অবশ্য বেশ চোটের সাথে লড়াই করেছেন পুরো আসরে। ৪-৩-৩ এ সাজানো ফরমেশনে মেসি ছাড়াও বাকি আর্জেন্টাইনরা হলেন; এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), লাউতারো মার্তিনেজ (আক্রমণভাগ), রদ্রিগো দি পল (মধ্যভাগ), ক্রিশ্চিয়ান রোমেরো (রক্ষণভাগ)। কলম্বিয়া থেকে আছেন হামেস রদ্রিগেজ (মধ্যভাগ) ও দেভিনসন সানচেজ (রক্ষণভাগ)। উরুগুয়ে থেকে মানুয়েল উগার্তে (মধ্যভাগ), কানাডা থেকে অ্যালিস্টার জনসন (রক্ষণভাগ), ইকুয়েডর থেকে পিয়েরো হিনকাপিয়ে (রক্ষণভাগ) আছেন কোপা আমেরিকার সেরা একাদশে।   কোপা আমেরিকার সেরা একাদশ (২০২৪): এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনসন (কানাডা), দেভিনসন সানচেজ (কলম্বিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপিয়ে (ইকুয়েডর), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), লিওনেল মেসি (আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা) ও রাফিনহা (ব্রাজিল)।   এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | আমেরিকার | সেরা | একাদশে | আর্জেন্টিনার | পাঁচজন