ক্রিকেট

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিতে ফ্রান্স

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিতে ফ্রান্স
প্রতিশোধ! আর্জেন্টিনার বিদায় নিশ্চিত করেই ফ্রান্স মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। মিলোটের এমন আচরণ মেনে নিতে পারেনি আর্জেন্টিনার ফুটবলাররাও। এরপরই দুই দলের মধ্যে শুরু হয় সংঘাত। অবস্থা এমন পর্যায়ে যায় যে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন সংঘাতে। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অলিম্পিক পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করে কাতার বিশ্বকাপের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হলো ফরাসিদের। সেই সাথে সাম্প্রতি ফ্রান্স ফুটবলারদের নিয়ে আর্জেন্টাইন ফুটবলারদের করা কটাক্ষের প্রতিশোধ ভালোভাবেই নিলো ফ্রান্স। শুক্রবার স্তাদে ডি বোর্দো স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল ওলিসের নেওয়া কর্নার হেডে বল জালে পাঠান ফিলিপ মাতেতা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। এই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। মঙ্গলবার সেমিফাইনালে ফরাসিদের প্রতিপক্ষ মিসর।

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনাকে | বিদায় | করে | সেমিতে | ফ্রান্স