ক্রিকেট

চলমান ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের সংহতি প্রকাশ

চলমান ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের সংহতি প্রকাশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল। বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা এরমধ্যে ঘটে গেছে আন্দোলনকে কেন্দ্র করে। শিক্ষার্থী ও জনতার ওপর এমন হামলা-মামলার বিচার চেয়ে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা এবার রাস্তায় নামলেন।

'আমরা ক্রীড়া সাংবাদিক' ব্যানার নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন দেশের ক্রীড়ার সাথে জড়িত সাংবাদিকবৃন্দ।

ব্যানারে আরও লেখা ছিল; শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। এই মানববন্ধনে যারা উপস্থিত ছিলেন, তারা সমাজে এমন নৈরাজ্য নিয়ে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি ছাত্র-জনতার মৃত্যুর বিচার চেয়েছেন তারা। একইসাথে বৈষম্যমুক্ত সমাজ গঠন নিয়ে নিজেদের চাওয়া ব্যক্ত করেছেন।

সাংবাদিকরা আরও বলেন, দেশের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে যারা পরিচিত- তাদের থেকে তরুণ প্রজন্ম অনেক কিছু আশা করে। সেই আশা যাতে সেই ব্যক্তিরা পূরণ করে- সেই চাওয়া জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরমধ্যে দেশের ক্রীড়ার সাথে জড়িত অনেকেই চলমান ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কথা বলেছেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন চলমান | ঘটনায় | ক্রীড়া | সাংবাদিকদের | সংহতি | প্রকাশ