দেশজুড়ে

৯দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পাবনায় বিক্ষোভ

৯দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পাবনায় বিক্ষোভ
পাবনায় কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে। আজ শনিবার (৩ আগস্ট) বেলা সারে ১১ টার সময় শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হন। পরে বেলা ১২ টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বর এলে তাদের থামিয়ে দেয় পুলিশ। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে ভিজে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করে তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। এসময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদ্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান জেলা পুলিশ। তবে আজকের বিক্ষোভ কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। বেলা সারে ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি বেলা ১ টায় শেষ হয়। আজকের আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ৯দফা | দাবিতে | বৈষম্যবিরোধী | শিক্ষার্থীদের | পাবনায় | বিক্ষোভ